নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী ৯ টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ১২০০ জন মানুষের মাঝে নগদ ৫০০/- টাকা করে মোট ছয় লক্ষ টাকা জি আর নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়াদ্দার সহ ইউনিয়নের ইউপি সদস্য ও সুধী মহল ।