
নিজস্ব প্রতিবেদক: সরকারি ভাবে ভূমি হতে বালি উত্তোলন করা সম্পূর্ণ নিষেধ থাকলেও এ আইন অমান্য করে ভাঙ্গনকবলিত এলাকার ভূমি হতে থেকে বালি উত্তোলন করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি এলজিইডির দুই কিলোমিটার বেশি রাস্তা নির্মাণে প্রভাবশালী ঠিকাদার নুরুল হক মোল্যার নেতৃত্বে পার্শ্ববর্তী শ্যামাপদ মন্ডলের ও হিরোলাল বিশ্বাসের মৎস্য ঘের থেকে দুই সেট মেশিন বসাইয়ে বালি উত্তোলন করে রাস্তা নির্মাণ করছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আমপানে ভাঙ্গন কবলিত এ অঞ্চল সব সময় ঝুঁকির মধ্যে থাকে যদি এভাবে ভূমি থেকে বালি উত্তোলন করা হয় তাহলে আবারও বড় ঝুঁকির মধ্যে পড়তে হবে ওই অঞ্চলের মানুষের।
স্থানীয় পরিতোষ হালদার, পরিমল মন্ডল সহ স্থানীয়রা বলেন যদি এভাবে ভূমি থেকে বালি উত্তোলন করে তাহলে ভূমিকম্প আসলে আমাদের ঘরবাড়ি ধ্বস নেমে ভেঙে যেতে পারে। এছাড়া পরিবেশের অনেক সমস্যা দেখা দেবে। এভাবে যদি বালি তোলা বন্ধ না করা যায় তাহলে আমরা অনেক ঝুঁকির মধ্যে থাকব। তাই দ্রুত বালি উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সম্প্রতি এলজিইডির রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সুবিধার্থে দুই হাজারের অধিক গাছ কেটে সাবাড় করে দিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। ঠিকাদার নুরুল হক মোল্যা বলেন, সবাইকে ম্যানেজ করে সেই ভাবে বালি উত্তোলন করে রাস্তা নির্মাণ করছে।
অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে ইউপি চেয়ারম্যান ভবোতষ কুমার বলেন ঠিকাদার যদি এ ধরনের কাজ করে থাকে সেটা কাম্য নয় এলাকার ক্ষতি করে অবৈধ বালি উত্তোলন করতে দেওয়া যাবে না বিষয়টি সংশ্ণিলষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনকে পাঠিয়ে পাইপ ভাঙচুর করে বালি তোলা বন্ধ করে দেয়া হয়েছে।