সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কওছার আলী ঢালীর সভাপতিত্বে ও মাওঃ কুতুব উদ্দীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপার মাওঃ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আলহাজ¦ গয়জুদ্দীন গাজী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মুনছুর আলী সরদার, পরিচালনা কমিটির সদস্য রজব আলী, রবিউল ইসলাম, রমজান আলী, ময়জুদ্দীন গাজী, সহ-সুপার মাওঃ আবুল আলা মওদুদী, শিক্ষক মাওঃ আব্দুল ওহাব, মাওঃ রহমাতুল্লাহ, হাফেজ মাওঃ রুহুল আমিন, আব্দুস সালাম, ইব্রাহিম খলিল, সঞ্জয় প্রসাদ গাইন, মাওঃ আলতাফ হোসেন, আনারুল ইসলাম প্রমুখ। এ বছর দাখিল পরীক্ষায় ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।