প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
বুধহাটা দরগাহ মসজিদে জুম্মা উদ্বোধন
বুধহাটা প্রতিবেদক : আশাশুনি উপজেলার বুধহাটা দরগাহ পাঞ্জেগানা মসজিদকে জুম্মা মসজিদ হিসাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আলোচনা ও জুম্মা নামাজের মধ্যদিয়ে মসজিদের উদ্বোধন করা হয়।
বুধহাটা বাজারের উত্তরাংশে বুড়ো পীর সাহেবের দরগাহ-এ এলাকার ধর্মপ্রাণ মানুষের পাঞ্জেগানা মসজিদ চলে আসছিল। মুসল্লিদের আগ্রহ ও চাহিদার প্রতি সম্মান রেখে পাঞ্জেগানা মসজিদকে জুম্মা মসজিদ হিসাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুম্মা মসজিদের শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি জামায়াত নেতা এড. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেম্বার আঃ করিম ঢালী। খুৎবা প্রদান ও ইমামতি করেন, হাফেজ মাওঃ শফিকুল ইসলাম। মসজিদের পেশ ইমাম হাফেজ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রেজাউল ইসলাম, রফিকুজ্জামান বকুল, রফিকুল ইসলাম রফি, শওকত হোসেন, শফিকুল ইসলাম শফি, বাজার কমিটির সেক্রেটারী নুরুজ্জামান জুলু, মসজিদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.