প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
বুধহাটা কলেজিয়েট স্কুলে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি এড আব্দুস সোবহান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মহিত কুমার দাশ।
সহকারী শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় অনিষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। বিদায়ী অতিথিদের মধ্যে সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, সাবেক সহকারী প্রধান শিক্ষক হাজী খলিলুর রহমান চৌধুরী, অন্যদের মধ্যে জামাত নেতা এপিপি এড শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বিএনপি নেতা কবির আহম্মেদ ঢালী, শেখ আছাফুর রহমান, ফিরোজ আহমেদ জজ, শিক্ষকদের মধ্যে খান সালামত হোসেন, সুমঙ্গল কুমার দাশ, সুজন কান্তি মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংবর্ধিত অবসর প্রাপ্ত শিক্ষকবৃন্দ সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, সাবেক প্রধান শিক্ষক দাউদ হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক হাজী খলিলুর রহমান চৌধুরী, সাবেক সহকারী শিক্ষকবৃন্দ অধীর চন্দ্র মিত্র, হাজী আব্দুল হাকিম ঢালী, বিচিত্র ঘোষ, নাসির উদ্দীন, গোবিন্দ লাল সরকার, তাপস কুমার বসাক ও চতূর্থ শ্রেণির কর্মচারী বনোমালী সরদার এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ২১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.