সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অবস্থিত বুধহাটা ইসলামী ব্যাংক (আউটলেট) শাখার ১ম বর্ষ পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ব্যাংকের শাখা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মেসবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আযাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুধহাটা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ জাহিদুর ইসলাম, বেউলা ওসমানিয়া মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুল হান্নান, ইনসাব মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মাওঃ আশরাফুল আলম, শিক্ষক মাওঃ আব্দুল ওহাব, ব্যবসায়ী রবিউল ইসলাম, আলহাজ্ব রিজাউল হক প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রাজ্জাক।