আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার এলাকার মানুষের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এনজিও ন্যাজারিন মিশনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য বিধি মানার অভ্যাস গড়ে তুলতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্যাকেজ বিতরণ উদ্বোধন করেন। এলাকার ৩৭৫ জনকে সাবান, মাস্ক ও বিলিচিং পাউডার প্রদান করা হয়। এসময় ইউপি সদস্য রেজওয়ান আলি, ইউপি সদস্য লিয়াকত আলিসহ ন্যাজারিন মিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।