সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বুধহাটায় এক অসহায়ের বসতঘর আগুনে পুড়ে ভুষ্মিভূত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কুল্যার মোড়স্থ বুধহাটা গ্রামের মৃত সমশের সরদারের ছেলে শাহিনুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহিনুর রহমান জানান, এদিন ভোরে আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় কোন কিছু বুঝে উঠার আগেই আসবাবপত্রসহ সাংসারিক মালামাল আগুনে পুড়ে ভুষ্মিভুত হয়ে যায়। প্রতিবেশীদের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও জীবনের সর্বোচ্চ সঞ্চয় দিয়ে গোচ্ছিত আসবাবপত্র ও অন্যান্য সাংসারিক মালামাল আগুনে পুড়ে ভুষ্মিভুত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অসহায় শাহিনুর রহমান। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে পোড়া ক্ষতকে বিদায় জানিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে আর্থিক সাহায্য পেতে উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।