প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
বুধহাটায় শ্রমিক দলের ৪নং ওয়ার্ড কমিটি গঠন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে কার্লভাট চত্বরে গতকাল অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
বুধহাটা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। প্রধান বক্তা ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব আঃ কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মামুন হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি ডাঃ আঃ রব, ইউনিয়ন যুবদল আহবায়ক মনিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আহসান হাবিব, ৭নং বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আলী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোস্তাক আলী, ৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শাহিন সরদার, ৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক তুহিন পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। সভায় স্থানীয় নেতৃবৃন্দের সমর্থনের ভিত্তিতে আব্দুস সালামকে সভাপতি, হজরত আলীকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ১০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.