বুধহাটা প্রতিবেদক : বুধহাটায় আবারও এক অজ্ঞাত পাগিল মৃতবরণ করেছে। একদিন পর স্থানীয়রা তাকে সরকারি কবরস্থানে দাফন করোছে।
হালকা গড়ন, মাথা চুল বিহীন, গোঙা প্রকৃতির চল্লিশোর্ধ বয়সী পাগলিকী অনুমান ২ মাস আগে বুধহাটায় এসেছিল। কুল্যার মোড় থেকে বুধহাটা ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের উপর ও পাশেই সাধারণতঃ তার চলাচল ও বসবাস ছিল। এরকম আরও অনেক পাগল ও অপ্রকৃতস্থ মানুষের আগমন বুধহাটায় বরাবরই রয়েছে। পাগলিটি বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদের পাশে ঘোষ পাড়া কার্লভাটের কাছের দোকানের বারান্দায় মারা যায়। খবর পেয়ে সাংবাদিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থান পরিদর্শন করেন। কিন্তু তার দাফন বা সৎকারের কোন ব্যবস্থা করা হয়নি। শুক্রবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামের ব্যবস্থাপনায় পাগলিকে স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হয়।