প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
বুধহাটায় ডিলার-রিটেইলার মিটিং
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটায় বোর-২০২৫ মৌসুমের ডিলার–
-রিটেইলার মিটিং” মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদে লাল তীর সীড লিঃ এ সভার আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাল তীর সীড লিঃ ডিভিশনাল ম্যানেজা জুন্নুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কোম্পানির খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার ফখরউদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে স্থানীয় ডিলার, টেরিটরি ম্যানেজার (টিএম), সাতক্ষীরা জেলার প্রতিনিধি ও প্রায় ৩৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কৃষকদের সফলতার জন্য লাল তীরের নতুন উদ্ভাবন ও কার্যকর বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
লাল তীরের বীজ মানেই আস্থা-উন্নত প্রযুক্তির স্পর্শে আধুনিক কৃষির অগ্রযাত্রা। অনুষ্ঠান শেষে বাৎসরিক টার্গেট পূরণ করায় তিন জন ডিলার ও রিটেলারকে পুরস্কৃত করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.