অনলাইন ডেস্ক :
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই নেতা।
পরে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, প্রেস ক্লাবের প্রোগ্রাম শেষে বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী। গাড়িতে ওঠার পর তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। এখন তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।