
সাতনদী ডেস্ক: শোকের মাসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১২টায় ২য় দিনের মত মেডিকেল কলেজ হাসপাতালে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মো. সালমান হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ আব্দুল হালিম, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার পেয়ে শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গ ও আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তাররা উপস্থিত ছিলেন। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ মাস ব্যাপি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।