নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ। রোববার দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে গিয়ে বাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দরা সাক্ষাত করেন এবং ফুলের শুভেচ্ছা জানান। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি নব-নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করান এবং শ্রমিক ইউনিয়নের উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সাজু, সহ যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মশিয়ার, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক মো. বাবুল হোসেন বাবু, সমাজ কল্যাণ সম্পাদক শামিনুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক খন্দকার বদিউজামান বদু, কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির, কার্যকরী সদস্য নুর আলম গাজী, শেখ আনারুল ইসলাম তুতু, আজিজুল ইসলাম, বিল্লাল হোসেন, মোতাহার হোসেন, মো. হোসেন আলী, মো. সাহেব আলী, শেখ হারুনসহ সকল সদস্যবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে শ্রমিক ইউনিয়নের ফুলের শুভেচ্ছা
পূর্ববর্তী পোস্ট