মুজাহিদুল ইসলাম: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও শিল্প মালিকদের যৌথ উদ্যোগে সাতক্ষীরা বিসিক শিল্প নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিসিক’র জেলা কর্মকর্তা গোলাম সাকলাইন (কাফি), শিল্পনগরী কর্মকর্তা ওবায়দুর রহমান, শিল্প মালিক সমিতির সভাপতি নূরুল ইসলাম রনিসহ বিসিক সাতক্ষীরার শিল্প মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিসিক’র উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কার্যক্রম
পূর্ববর্তী পোস্ট