নিজস্ব প্রতিবেদক: মালিক থাকেন ঢাকায়। বিশ্বাস করে স্বপ্নের বাড়িটির দায়িত্ব দিয়ে যান শ্যামনগরের আফসার আলীর কাছে। সে সুযোগে আফসার সেখানে বসিয়েছে মাদকের আসর। ঘটনাটি সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মূসা মসজিদের পাশে নব-নির্মিত একটি চার তলা বাড়ির।
নমা প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে বাড়িটিতে বসে মাদক, জুয়া ও বিভিন্ন অপকর্মের আসর। নতুন নির্মিত বাড়িটিতে এখনও কোন ভাড়াটিয়া রাখা হয়নি। মালিক মিনি পারভীন স্বামীর সাথে ঢাকায় থাকেন। তিনি চারতলা ভবনটির দায়িত্ব দিয়ে যান শ্যামনগরের আফসার আলীর কাছে মালিক ও মালিকপক্ষের কেউ না থাকায় প্রতিদিন আফসার এলকার ও এলাকার বাইরের কিছু মাদকসেবীদের নিয়ে আড্ডা বসায়। মদ. গাঁজা, ইয়াবাসহ নানা ধরনের মাদক সেবনের নিরাপদ স্থান হয়েছে বাড়িটি। অবশ্য এই সুযোগ বিনামূল্যে নয়। আফসারকে এর জন্য কিছু টাকা দিতে হয়। টাকা না থাকলে মাদক সেবনের সুযোগ দিলেই হয়। মাঝে মাঝে অতিথি হিসেবে থানে গনবধূ। প্রতিদিন সন্ধার সময় বাড়িটির সামনে থেকে যাতায়তের সময় এলাকাবাসীরা আতঙ্কে থাকেন। আতঙ্কে থাকেন এই এলাকার কিশোরী, যুবতী ও নারীরা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।