স্পোর্টস ডেস্ক:
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম রাউন্ড খেলে সুপার টুয়েলভে জায়গা করে নিতে হয় তাদের। এবার ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারল না তারা, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটের হারে কপাল পুড়ল লঙ্কানদের।
নিয়ম ছিল, আয়োজক ভারত ছাড়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সুপার লিগের প্রথম ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। পরের দলগুলোকে আসতে হবে বাছাইপর্বের ম্যাচ খেলে। নিউজ়িল্যান্ডের কাছে হারের পর সুপার লিগ পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেল শ্রীলঙ্কা। অষ্টম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ়। তাদের পয়েন্ট ৮৮। শ্রীলঙ্কার সংগ্রহ ৮১ পয়েন্ট। শ্রীলঙ্কার পক্ষে আর প্রথম আটে থাকা সম্ভব নয়। কারণ বিশ্বকাপের আগে তাদের আর কোনো সিরিজ় নেই।
দশ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ৭৮। টেম্বা বাভুমাদের সামনে এখনও সরাসরি এক দিনের বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ় জিতলে তারা প্রথম আটে চলে আসতে পারবে। সে ক্ষেত্রে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ়কেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবিয়ানরাও।
শুক্রবার (৩১ মার্চ) শুরুতে ব্যাট করে ৪১.৩ ওভারে ১৫৭ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিসাঙ্কা। ৬৪ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছয় হাঁকান তিনি। বাকিদের মধ্যে দাসুন শানাকা ৩১, চামিকা করুনারত্নে ২৪ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৩ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট হেনরি, হেনরি শিপলে ও ড্যারেল মিচেল।
জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড। উইল ইয়ং ৮৬ ও হেনরি নিকোলস করেন ৪৪ রান। লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা নেন ২ উইকেট। একটি করে উইকেট পান কাসুন রাজিথা ও দাসুন শানাকা।