দৈনিক সাতনদী'র সকল পর্যায়ের সংবাদদাতা /প্রতিনিধিদের এই মর্মে জানানো যাচ্ছে যে আজ থেকে পত্রিকার নির্ধারিত দু'টি ই-মেইলে ছাড়া "সাতনদী পরিবার" নামক গ্রুপ পেজে কোন ধরনের সংবাদ পাঠানো যাবে না। গ্রুপ পেজে সংবাদ পাঠানো হলে তা পত্রিকার প্রিন্ট ভার্সন বা অন লাইন- কোনটায় প্রকাশ করা হবে না।
তবে কারো যদি একান্তই কোন সমস্যা থাকে/ জরুরী প্রয়োজন পড়ে তবে বিশেষ মুহুর্তে বার্তা সম্পাদকের ব্যক্তিগত ম্যাসেঞ্জারে অতিগুরুত্বপূর্ন সংবাদ পাঠানো যেতে পারে।
পরবর্তী ঘোষণা/ অনুমোতি না দেয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকরী থাকবে। বিষয়টি অনুসরন করার জন্য সবাইকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হলো।
ধন্যবাদান্তে-
বার্তা সম্পাদক
দৈনিক সাতনদ।