স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ভালো খেলে নজর কেড়েছেন তৌহিদ হৃদয়। তাই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই ডাক পেয়েছেন এই তারকা। আর ৮ বছর পর বিপিএল পারফরম্যান্সেই দলে সুযোগ পেয়েছেন রনি তালুকদার।
এখানেই শেষ নয়, এবারের বিপিএলে ভালো খেলে দলে সুযোগ পাওয়ার তালিকায় আছেন তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাও। আর দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে শামীম হোসেন পাটোয়ারির। মোটামুটি এক ঝাঁক তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছেন এবারের ইংল্যান্ড-বাংলাদেশের টি-টয়েন্টি সিরিজে। এবার কিছু করে দেখানোর পালা।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামীকাল থেকে। মাঠের লড়াইয়ে নামার আগে বুধবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নতুনদের নিয়ে কোচের প্রত্যাশা কেমন এমন প্রশ্নে তিনি জানান, বিপিএলের পারফরম্যান্সটারই পুনরাবৃত্তি চান তিনি।
এ প্রসঙ্গে হাথুরু বলেন, 'তারা দলে যেভাবে খেলে জায়গা পেয়েছে সেভাবেই খেলুক, আমি চাই। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেওয়ার একটা ভালো সুযোগ। আমরা তাদের চেয়ে এই কন্ডিশনে ভালো নাকি তারাই ভালো এটা বুঝবার সুযোগ। টি-টোয়েন্টিতে আমাদের স্কিল যাচাইয়ের সুযোগ। বিপিএলে যেভাবে খেলেছে, সেভাবেই খেলুক।'
তরুণদের অনুশীলন কয়েকদিন ধরেই দেখছেন হাথুরু। তাতে তাদের ভালোই লেগেছে এই টাইগার বসের। তবে ম্যাচে কেমন করবেন তারা সেটা দেখতে মুখিয়ে আছেন তিনি। তার ভাষায়, ‘আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি) শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি। ম্যাচে তারা কেমন করে দেখতে উদ্গ্রীব।’
এবারের শুরুটা নতুনদের জন্য একটু আলাদা হবে বলেও জানিয়ে দিয়েছেন কোচ, ‘তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। জাতীয় দলে ভালো করার সুযোগ এখনই। এটার মানে এই নয় যে তারা একটি সুযোগই পাবে। আমি মনে করি তারা নিজেদের প্রমাণ করার অনেক সুযোগ পাবে। তাদের প্রতি আজকে আমার বার্তা হচ্ছে, যেমনটা খেলে এসেছো, অমনই খেলো।’