নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নবগঠিত ৫ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনার বিভাগীয় পরিচালক কতৃক গঠনকৃত এডহক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের নেতৃত্বে আহবায়ক কমিটির সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন। এজাজ আহমেদ স্বপন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া এডহক কমিািটর সদস্য ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক সহ-সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক এ এস এম মাকছুদ খান ও সাবেক সদস্য মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
নব্বইয়ের ছাত্র গণ আন্দোলনের নেতা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের তরুন নেতৃবৃন্দের উপস্থিতিতে এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কাজী আকতার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জিএম ফাত্তাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান, সদস্য নাজমুন আসিফ মুন্নি, সাতক্ষীরা পৌর আ.লীগের সভাপতি শেখ নাছেরুল হক, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আসিফ সাহাবাজ খান, জেলা সভাপতি আশিকুর রহমান, সাহাজাদা, সালাউদ্দিন সাচ্চু, ইকবাল হোসেন, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী, ব্যবসায়ী অহিদুল ইসলাম, রবিউল ইসলাম, শাহিনুর রহমান, আমজাদ হোসেন, পানি ডাক্তার, জাকির হোসেন মন্টু প্রমুখ।
এদিকে দায়িত্ব গ্রহণের পরপরই এডহক কমিটি জরুরি সভায় রাজু-নাসিমের নেতৃত্বাধীন কমিটি কতৃক বিল অব এন্ট্রি ফি বাড়িয়ে চারশত টাকা করার সিদ্ধান্ত বাতিল করে। এরফলে আবার এট্রি ফি দুইশত টাকা কার্যকর হচ্ছে। এছাড়া ব্যাংক হিসাব পরিচালনাকারী পরিবর্তন, উপদেষ্টামন্ডলী গঠন, ভারতের ঘোজাডাঙ্গায় ট্রাক প্রতি ৩০ হাজার টাকা সিরিয়ালের নামে আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বিষয়ে শনিবার কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে। এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এডহক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, গঠনতন্ত্র লংঘন করায় উচ্চ আদালতের দারস্থ হয়েছি, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে নির্বাচন শেষে ভোমরাকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু বলেন, ভোমরা বন্দরের নির্বাচন প্রক্রিয়া উঠে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। বন্দরকে দুর্ণীতি মুক্ত রাখার আহবান নবগঠিত কমিটির কাছে প্রবীন এই ব্যবসায়ীর।