আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বিয়ের ২২ দিন যেতে না যেতেই রেশমি (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৬টার সময় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ৯নং ওয়ার্ডের মালীবাড়ি গ্রামে। স্বামী মোমিনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোমিন পেশায় একজন দিনমজুরি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গাবুরা ৯নং সোরা হরিশ গ্রামের কালাম মালীর বড় ছেলে মোমিন (২২) এর সঙ্গে বিগত ২২ দিন আগে বিয়ে হয়। পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলাম গাজীর মেয়ে রেশমিকে। ভোর রাতে স্বামী মোমিন বাড়ির সামনে নদীতে জাল ধরতে বাড়ি থেকে বেরিয়ে গেলে নববধূ রেশমি পরিবারের সবার অজান্তে নিজ ঘরে দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়েছেন। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম, মাছুদুল আলম বলেন, ৯নং সোরা গ্রামের মোমিনের স্ত্রী রেশমি আজ সকালে তাদের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানান। রেশমি আক্তারের শাশুড়ি নাকি দেখতে পায় তার বৌমা আড়ার সাথে ঝুলছে সে চিৎকার করে পরিবারের লোকজন এসে তাকে ঘরের আড়া থেকে নামিয়ে রাখছিল। শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের বিট অফিসার এস,আই, মো. আরিফুর রহমান ফারাজী এসে মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বাকি বিস্তারিত জানানো হবে।