
নিজস্ব প্রতিনিধি: পৌরসভা কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সিভিল সোসাইটির সংস্থাগুলোকে প্রকল্পে সম্পৃক্ততার সুযোগ বিষয়ক আলোচনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পৌরসভা হল রুমে ব্র্যাক ইউডিপি (ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র (২) শেখ আনোয়ার হোসেন মিলন। সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সৈয়দ মাহমুদ পাপা, আইনুল ইসলাম নান্টা, শেখ মারুফ আহম্মেদ, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শেখ শফিক উদ দৌলা সাগর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পানি সরবরাহ শাখার সহকারী প্রকৌশলী মো. সেলিম সরোয়ার, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলী হোসেন প্রমুখ। প্রোগ্রামের শুরুতে ব্র্যাক ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট এর বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাক ইউডিপির রিজিওনাল ম্যানেজার হারাধন দেব। ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ব্র্যাক ইউডিপির রিজিওনাল কো-অর্ডিনেটর ওয়াসিম আকরাম। সভায় মুক্ত আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বে ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ তাদের ওয়ার্ড ভিত্তিক সমস্যা ও তাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করেন এবং উক্ত প্রকল্প সম্পর্কে তারা বিস্তারিত জানতে চান। ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা পরামর্শ দেন যে, কোনো প্রকল্প শুরু করার সময় তাদের সম্পৃক্ত করা হলে, তারা কমিউনিটি সম্পর্কে আরো ভালো দিক নির্দেশনা দিতে পারবেন, যাতে নিম্ন আয়ের কমিউনিটি আরো বেশি করে প্রকল্পে যুক্ত হতে পারে। তাছাড়াও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা (সাগর) ব্র্যাক ইউডিপির অবদানের কথা স্বরণ করে ব্র্যাকের সকল কার্যক্রমের প্রশংসা করেন এবং বর্তমান ও ভবিষ্যতে সকল প্রকার কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্যানেল মেয়র (২) আনোয়ার হোসেন মিলন সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সিভিল সোসাইটির সংস্থাগুলোকে একসাথে সম্পৃক্ত করে ব্র্যাক ওয়াটার সিকিউরিটি প্রোজেক্ট, ইউডিপিকে সাহায্য ও সহযোগিতা চালিয়ে যাবার আশ্বাস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক ইউডিপি’র ফিল্ড -কো-অর্ডিনেটর মো: ইউসুফ আলী।