
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের বিনেরপোতায় সরকারি ১০ শতক জমি বিক্রির অভিযোগ উঠেছে। হস্তান্তরের নামে ইস্কান্দার নামের এক ব্যক্তি সাড়ে তিন লাখ টাকায় জমিটি বিক্রি করে।
অনুসন্ধানে জানা যায়, ২০০২ সালে কুশখালীর নেয়ামত হোসেনের ছেলে এস্কান্দার তার ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় বসুন্ধরায় শ্বশুর বাড়িতে আসে। সেই থেকে শ্বশুরের ঘরটি নিজের ব্যাবহারের জন্য ব্যবহার করে। সেখানে থাকাকালীন বেশ কয়েকজনের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়ে ইস্কান্দার। তিন বছর প‚র্বে পানি সরকারের মালিকানাধীন সেই ১০ শতক জমি তিন ভাগে ৩ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় এস্কান্দার। প্রথম ধাপে ১ লক্ষ ২৫ হাজার টাকায়, দ্বিতীয় ধাপে ৮০ হাজার টাকায় ও তৃতীয় ধাপে আবারও ১লক্ষ ২৫ হাজার টাকায় পানি উন্নয়ন বোর্ডের মোট ১০ শতক জমি বিক্রী করে।
স্থানীয় মঞ্জুয়ারা জানান, এ জায়গাটি সরকারি। ইস্কান্দার তিন দাগে জমিটি বিক্রি করেছে।
এ নিয়ে ক্রেতা মফিজুল ইসলাম জানান, ইস্কান্দার আমার কাছে জায়গাটি বিক্রি করেছে। জায়গা কিনে আমি ঘর বানিয়ে আছি। জায়গাটি কেনা বৈধ হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি ওই ক্রেতা। দেখাতে পারেনি কোন বৈধ কাগজপত্রও। তবে তিনি জানতেন না জায়গাটি সরকারি।
এ নিয়ে ইস্কান্দার জানান, জায়গাটির কোন কাগজপত্র নেই। তবে তিনি বিক্রি করেননি, হস্তান্তর করেছে বলে জানান। শেষ মেষ পানি উন্নয়ন বোর্ডের জায়গা বিক্রি করা অবৈধ। এবং তিনি ভুল করেছেন বলে স্বীকার করেন।
এ বিষয়ে নায়েব কামরুল ইসলাম জানান, বিষয়টি আমি জানি না। তবে তদন্তপ‚র্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।