
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, সদর দপ্তর থেকে আজ ৫ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেস রিলিজ এর মধ্যে দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আজ বিকাল ৫টা থেকে গণছুটিতে গেছেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (REB) বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নমানের মালামাল সরবরাহ, জনবল সংকট, এবং অটো পালস মিটারের মতো গ্রাহক হয়রানির ফাঁদে সমিতিকে জিম্মি করে রাখা হয়েছে। অথচ সেবার দায়িত্ব ও জবাবদিহিতা সমিতির উপর বর্তায়।
গত এক বছরে কর্মপরিবেশের অবনতির কারণে ৫০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ২৫ জন লাইনক্রু। আন্দোলনের জবাবে ৩৬ জনকে চাকরিচ্যুত, ৫৩ জনকে বরখাস্ত এবং ১৭২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীনও বরখাস্তের ঘটনা অব্যাহত থাকায় কর্মীরা গণছুটির সিদ্ধান্ত নেন।
সমিতির দাবি, তারা গ্রাহকের পক্ষেই আন্দোলন করছে এবং বিদ্যুৎ সেবা সচল রেখেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। তারা চার দফা দাবির বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং REB-PBS ব্যবস্থার সংস্কার চায়। সমিতি সকল সুশীল সমাজ, গণমাধ্যম ও গ্রামীণ জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছে।
দায়িত্ব অর্পণ: কর্মকর্তা-কর্মচারীরা জেনারেল ম্যানেজারের উপর দায়িত্ব অর্পণ করে কর্মস্থল ত্যাগ করেছেন।
আহ্বান: “আমাদের আন্দোলন বাঁচার জন্য, গ্রাহকের জন্য, ন্যায়বিচারের জন্য।