
শেখ রিপজা হোসেন, ফিংড়ী থেকে: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহায় মোবাইল ফোনের গ্রাহকরা বর্তমানে প্রায় সময় কথার মাঝখানে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পুনঃসংযোগ পেলেও অপর প্রান্ত থেকে কথা না শোনা আবার ইন্টারনেটের ক্ষেত্রে ৩জি চালু করে ২জি স্পীডও পায় না। এতে করে গ্রাহকদের ভোগান্তি এবং আর্থিক ক্ষতি হচ্ছে চরম এমন অভিযোগ জানিয়েছে শনিবার (৯ অক্টোবর) বেলা ১১ টার সময় সংবাদ কর্মীদের। এ সমস্যাগুলো মুলত বিদ্যুৎ না থাকলে দেখা দেয় বেশি। এমন অবস্থা দেখে মনে হচ্ছে, বর্তমানে ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহায় মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ থাকার ওপর নির্ভর করছে। আবার ফিংড়ীর কোন কোন এলাকায় বিদ্যুৎ না থাকলে নুন্যতম নেটওয়ার্ক কাভারেজ খুঁজে পাওয়াও দুষ্কর। তখন স্বাভাবিক ইনকামিং-আউটগোয়িং ব্যবস্থাতে পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে করে মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর সেবা বা দৈনন্দিন প্রয়োজনীয় জরুরী কাজটুকু সারতে পারছে না গ্রাহকরা। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যাংদহা এলাকার গ্রাহকরা।