তালা সদর,খলিলনগর,তেঁতুলিয়া ইউনিয়নের দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন
তালা অফিস থেকে নজরুল ইসলাম: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আনন্দ ও উৎসবের আমেজে মুখরিত তালা উপজেলার ১৯৩টি পূজা মন্ডপ। এই উৎসবমুখর মহানবমীতে দুর্গোৎপূজায় তালা সদর,খলিলনগর, তেঁতুলিয়া ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার (১ অক্টোবর) সকালে হতে বিরতিহীন ভাবে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলার একাধিক ইউনিয়নের পূজা মন্ডপ গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহায়তা করেন।
এসময় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। আমার ভিসা ছিল, চাইলে বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু আমি কোনো অন্যায় করিনি যে পালাতে হবে। আমি জনগণের মাঝেই থাকতে চাই।” তিনি আরও বলেন, “আমি চার বছর জেল খেটেছি। জেলের কষ্ট আমি বুঝি। অতীতে কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও করব না।”
হিন্দু সম্প্রদায়ের প্রতি তার অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “আমার কারণে কোনো হিন্দু পরিবার কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। এমপি থাকাকালে বহু হিন্দু পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করেছি। একসাথে ৩৭টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করেছি, যার মধ্যে আওয়ামী লীগের ব্যক্তিদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও ছিল। আমি কারও কাছ থেকে একটি টাকাও নেয়নি। তিনি আমৃত্যু হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন।”
এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম-আহবায়ক শেখ মহিউদ্দীন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কনিষ্ঠ সহোদর আব্দুস সালাম মধু,তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, খলিলনগর বিএনপির সভাপতি গাজী আছির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম শহিদুল্লাহ গাজী, তালা বাজার বণিক সমিতির আহবায়ক নুরুল ইসলাম,তালা সদর ইউনিয়নের ৭ ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম,তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী সরদার,খলনগর ইউনিয়ন বিএনপি নেতা রনজিৎ ঘোষ,সাবেক ছাত্রদল নেতা খান নাজমুল হুসাইন,উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।