সোহাগ হোসেন, শার্শা: যশোরের শার্শায় একটি বিদেশী পিস্তল, তিন (৩) রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপসহ মো. মনিরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (৭ অক্টোবর) রাত দশ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর থানার রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে। ডিবির অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে এসআই রইস আহমেদ ও এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা থানাধীন জামতলা টু বালুন্ডা গামী পাকা রাস্তা সংলগ্ন চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে একটি বিদেশী পিস্তল, তিন (৩) রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপসহ মনিরুল'কে গ্রেপ্তার করে। যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) রুপম কুমার সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়েরের পরে, শার্শা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।