তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান(পিপিএম বার) এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ ই আগষ্ট)দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান(পিপিএম বার) ফুল দিয়ে শুভেচ্ছা ও আগামী দিনের জন্য শুভকামনা জানান তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম। ফুলের শুভেচ্ছা বিনিময় কালে বিদায়ী পুলিশ সুপার সাতক্ষীরা জেলার মানুষের ও সাংবাদিক ভাইয়ের শুভকামনা জানান এবং নিজের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য গত বুধবার (৩ আগষ্ট) সাতক্ষীরা জেলা সহ দেশের মোট ৪০ টি জেলায় নতুন পুলিশ সুপারকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দ্বায়িত্ব দেয়া হয়। এবং যার ফলে দ্বায়িত্বরত পুলিশ সুপার মোস্তাফিজুর সিএমপির উপ- কমিশনার হয়ে পদোন্নতি নিয়ে বিদায় নিচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশের দ্বায়িত্ব থেকে।
বিদায়ী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়
পূর্ববর্তী পোস্ট