প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যগণ গত ১৮ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে ১০ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় ১৪,১৫৪ বোতল ফেন্সিডিল, ১,১১৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৪৮ কেজি গাঁজা, ৬৪,১৫৬ পিস ইয়াবা, ২৯,১২৫ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে। যার বাজার মূল্য চার কোটি তেইশ লক্ষ উনআশি হাজার পঞ্চাশ টাকা।
আটককৃত মাদকদ্রব্যসমূহ ১১ জুলাই ১২ টায় ধ্বংস করা হয়। এসময় কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খুলনা, এবং লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ,পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), মেজর রেজা আহমেদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন), সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), জনাবা মোছাঃ মুর্শিদা খাতুন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা, জনাব মোঃ দেলোয়ার হুসেন, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা সদর থানা, জনাব মোঃ তাজুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা সার্কেল, জনাব রানা সাহা, সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সাতক্ষীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।