প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
বিজিবির অভিযানে মাদক সহ ৬লক্ষ টাকার মাল জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট ৯ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও হিজলদী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গার ভাদিয়ালী নামক স্থান হতে ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ঝাউডাঙ্গার ফকির পাড়া নামক স্থান হতে ৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়।এছাড়া ভোমরা থেকে ৩৫হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, তলুইগাছা থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গার রাজ্জাকের মোড় থেকে ২৯হাজার২৮০ টাকা মূল্যের ভারতীয় চকলেট, ঝাউডাঙ্গা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোটরসাইকেল, মাদরা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং হিজলদী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য পাঁচ লক্ষ বিরাশি হাজার দুইশত আশি টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.