
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অভিযানে ভারতীয় চা পাতাসহ একজনকে আটক করেছে। শুক্রবার (১০ জানুয়ারী) ৯০ কেজি ভারতীয় চা পাতা ও ০১টি মোটর সাইকেলসহ ০১ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ওসমান আলী এর নেতৃত্বে একটি টহল দল কাকডাংগা কমিউনিটি কিøনিকের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৫,০০০/- টাকা মূল্যের ৯০ কেজি ভারতীয় চা পাতা এবং ১,৪০,০০০/- টাকা মূল্যের ০১টি মোটর সাইকেলসহ মোঃ নাজমুল (৪০), পিতা-ওমর আলী সরদার, গ্রাম-লাঙ্গলঝাড়া, পোষ্ট- লাঙ্গলঝাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করে। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ১,৮৫,০০০/- (এক লক্ষ পঁচাশি হাজার) টাকা। আটককৃত আসামীদেরকে জব্দকৃত মালামালসহ কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে যার মামলা নম্বর-২০, তারিখ ১০ জানুয়ারি ২০২০।