
নিজস্ব প্রতিবেদক: কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা । গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা কাহার পাড়া গ্রামের মৃত সামছের আলীর পুত্র শাহিনুর ( ৩২), একই এলাকার বাগাডাঙ্গা গ্রামের খুকু’র এর পুত্র ও শাহিনুরের সহযোগী ইকরামুল ( ২০) এবং একই গ্রামের ইসহাক আলীর পুত্র ও শাহিনুরের আরেক সহযোগী রাসেল হোসেন ( ১৯) ।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ঝাউডাঙ্গা ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ( ০৯ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার শরীফ মাহমুদের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের মাদকের আতুড়ঘর নামে পরিচিত বাগাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর ও তার দুই সহযোগী ইকরামুল ও রাসেলকে ৪৮ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরামুল ও রাসেলের সহযোগিতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী শাহিনুর এলাকায় দাপটের সাথে ফেনসিডিল সহ নানা ধরনের মাদক ব্যবসা করে আসছে।
সাতক্ষীরার ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার শরীফ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে ।