নিজস্ব প্রতিবেদক : বিজয়ের ৫০ বছর পুর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে শুক্রবার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে সংগঠনের কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সদর উপজেলার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ হোসেন, পৌর কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান, সহ-সাংগঠনিক মেহেদী হাসান,আলমগির হোসেন, আমিনুর রহমান, শরিফ হোসেন, মুজিবর রহমান, রাজু প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. মাহফুজুর রহমান।