প্রেস বিজ্ঞপ্তি :
জেলাস্থ কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে (২৩/০৯/২৪) তারিখ সকাল দশটায় বিজয়া থিয়েটারের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের মধ্যে সাহিত্য, নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রশ্নাবলীর আলোকে কুৃইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া আরো সাত জনকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
কুইজ প্রতিযোগিতার পর একই স্কুলের লাল ও সবুজ দলের মধ্যে “সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে বিকশিত করে” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিষয়ের পক্ষ দল সবুজদল বিজয় লাভ করে। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়া থিয়েটার’র সাধারন সম্পাদকের সঞ্চচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুস সাত্তার আজিজী, শিক্ষকমন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিজয়া থিয়েটারের সভাপতিসহ কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।