কলারোয়া ব্যুরো:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শেখ হাসিনা গাড়িবহর হামলা মামলায় ৭০ বছর সাজাপ্রাপ্ত হয়ে কারামুক্ত হওয়ার পর সোমবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে তিনি বিএনপি মহাসচিবের সাথে এই প্রথম সৌজন্য সাক্ষাৎ করলেন। দলীয় স‚ত্র মঙ্গলবার জানায়, এসময় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে পুষ্পস্তবক দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
তিনি আন্তরিকভাবে পুষ্পস্তবক গ্রহণ করে শুভকামনা জানান। সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তুষ্টি প্রকাশ করে তালা ও কলারোয়াসহ সাতক্ষীরার মানুষের প্রতি শুভেচ্ছা জানান। সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালা- কলারোয়ার গণমানুষের দোয়া কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক (বাবু), কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক কেএম আশরাফুজ্জামান (পলাশ), আব্দুস সালাম মধু প্রমুখ। উলেখ্য, শেখ হাসিনা গাড়িবহরের মিথ্যা এ মামলায় ৭০ বছর সাজাপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব প্রায় চার বছর কারাভোগের পর গত ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন।