নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ৩ আসনের বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (অ্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আইয়ুব হোসেন (মুকুল) জনসভা করেছেন। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৫ টায় দেবহাটা উপজেলার কুলিয়া নতুন বাজারে অনুষ্ঠিত জনসভায় কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল)। উক্ত জনসভায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম লিটন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষক দলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান। এইসময় আরো উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক উসমান হোসেন, সদস্য সচিব হাবিবুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিনুর প্রমুখ। জনসভায় আইয়ুব হোসেন মুকুল বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর এলাকায় আসতে পারিনি। হাসিনা সরকার আমাদের নেতাকর্মীদের অবরুদ্ধ করে দেখেছিলো। আমাদের এলাকায় কি পরিমানে উন্নয়ন হয়েছে তা আমাদের মহাসড়ক দেখলে বোঝা যায়। এখনও দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তাই আসুন আমরা একসাথে হয়ে এই সকল ষড়যন্ত্রকে রুখে দিবো আর আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।