কিশোর কুমার: সাতক্ষীরার তালা উপজেলায় ৯ম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে বিয়ে দেওয়ার অপরাধে বাবাকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এ রায় ঘোষণা করেন। কারাদন্ড প্রাপ্ত অরুপ কাশ্যপী উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের তপন কাশ্যপীর ছেলে। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সোমবার রাতে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে একই এলাকার সমীর ঘোষের ছেলে দীপ্ত ঘোষের বিয়ে হয়। এমন খবর পেয়ে কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শম্পা ভট্টাচার্য এবং আবৃত্তি শিক্ষক আনিছা খাতুনসহ থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হলে রাতেই ছেলে-মেয়ে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে মেয়ের বাবা অরুপ কাশ্যপীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং একই সাথে বিয়েতে নিষেধাজ্ঞা জারী করেনন।