আমাদের দিনগুলো যাচ্ছে
কেটে একরকম
শৈশব কেটেছে সাতক্ষীরায়
অতঃপর যৌবনের কিছুটা
সময় ঢাকায়
তারপর মাতৃভূমির নিবিড়
ছায়ায়
দিনগুলো যাচ্ছে কেটে
জীবনের নিয়মে
জানি না কোথায় কাটবে
বার্ধক্য।
পাতাপড়া সুনসান বিকেল
মরণঘাতি ভাইরাস করোনার
প্রাদুর্ভাব ; অশান্ত নগরী
শাহরিক স্পন্দন স্তিমিত
পরিচিত মুখগুলো অচেনা তবু
যৌবন কেটে যাচ্ছে বেদনায়
জানি না কোথায় কাটবে
বার্ধক্য।