সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরাÑআশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বাবার মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যাওয়া অয়ন আঢ্য এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফল প্রকাশের পর দুপুরে এ তথ্য জানা যায়। অয়ন বুধহাটা বাহাদূও ভ’বন মোহন কলেজিয়েট স্কুল থেকে বিঞ্জান বিভাগ থেকে পরীক্ষীয় অংশ গ্রহন করেন।অয়ন আঢ্য বুধহাটা গ্রামের মৃত বাসুদেব আঢ্যে ও চন্দনা আঢ্যের বড় পুত্র। অয়নের কাকাতো ভাই সব্রুত আঢ্য জানান, অয়নের বাবা প্রায় এক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।ভারতে দীর্ঘ দিন চিকিৎসা করার সময় অয়ন তার সাথে ছিল।ক্যামোথেরাপি শেষ হওয়ার শেষে তার বাবা বাড়ীতে ফিরে আসেন।গত ৩১ মে সন্ধ্যায় তার বাবা মারা যান। সে সময় তাঁর পরীক্ষা চলছিল। এ সময় অয়নের এসএসসি পরীক্ষা চলছিল। বাবার লাশ বাড়িতে রেখেই ৩১ মে ব্যবহারিক পরীক্ষা দেয় অয়ন।পরীক্ষা দিয়ে আসার পর তার বাবার লাশের দাফন সম্পন্ন করা হয়। তিনি আরও বলেন অয়ন মেধাবী ছিল।তার বাবার ক্যান্সার আক্রন্ত হওয়ার পর তেমন লেথা পড়া করতে পারে নি।অয়নের মা চন্দনা রানী আঢ্য পরীক্ষায় ছেলের এই ফলাফলে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘বাবার মৃত দেহ রেখে পরীক্ষা দিয়েও সে ভাল ফলাফল করেছে। আজ তার বাবা বেঁচে থাকলে অনেক আনন্দিত হতেন।