কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ থানা'র আয়োজনে সোমবার (১৯ আগষ্ট) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা'র অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন- বাঙালী জাতীর কল্যাণে বাংলাদেশ পুলিশ সুদীর্ঘকাল ধরে অবদান রেখে আসছে। সকল ইতিবাচক কাজে পুলিশকে ডাকলে আপনারা পাশে পাবেন। পুলিশ সব কাজে যে সফল হবে তা নয়, তবে আইন শৃংখলা রক্ষায় বর্তমানে সফল। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন সাতক্ষীরা জনপদ অনেক ঐতিহ্যবহ ও গুনীজনদের এলাকা হিসাবে পরিচিত। গুটি কয়েক বিশৃংখলা সৃষ্টিকারী ও দুস্কৃতকারী দায়ী। অশান্ত পরিবেশ পক্ষান্তরে সকলেকে পীড়া দেয়। সাতক্ষীরা আমরা আর অশান্ত দেখতে চাই না। সন্ত্রাস, দুর্বৃত্তায়নও জঙ্গীবাদ মোকাবেলায় কোন ছাড় নেই। সংবাদকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন ইতিবাচক খবরের পাশাপাশি আপনাদেরকে নেতিবাচক ও অনুসন্ধ্যানী সংবাদ বেশি বেশি করতে হবে। পুলিশ অপরাধ করলেও আপনারা লেখেন। সমাজে অসঙ্গতী কিংবা অন্যায় হতে দেখলে পুলিশকে জানান। মাদকের কুফল সম্পর্কে সামাজিক দায়বদ্ধতা নিয়ে লেখেন। বর্তমান সরকারের উন্নয়ন ও অবদানের কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ,