যশোরের শার্শা উপজেলার ৮নং বাগাআঁচড়া ইউনিয়নে পুলিশিং সেবা মানুষের দোর'গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) সকালে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাগআঁচড়া ইউনিয়নের বিট পুলিশিং এর সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান। এসময় তিনি বলেন, ‘যারা অপরাধের সাথে জড়িত আপনারা তাদের তথ্য দিন, আপনাদের নাম গোপন রাখা হবে। প্রতিটি বিটে আছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা, জনগণকে দ্রুত সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং, ধর্ষণ জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, ও মাদক নির্মূল, অপমৃত্যুসহ বিভিন্ন অপরাধ বিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে নিয়মিত মনিটরিং করছেন জেলা পুলিশ।’ এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কাজী শহিদুল ইসলাম, বাগআঁচড়া বিট অফিসার এস'আই শেখ আক্তারুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল গাজী, মতিয়ার রহমান, আজিজুল ইসলাম, মহিলা ইউ'পি সদস্য আসমা আক্তার নিলা, শালিমা খাতুন, শারমিন সুলতানাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ।