নিজস্ব প্রতিবেদক: বাংলাভিশন টিভি চ্যানেল ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল সংকল্প নিউজের বিশেষ প্রতিবেদক আসাদুজ্জামান আসাদের ৪৩তম জন্মদিন জাঁকজমক পূর্ণ পরিবেশে পালিত হয়েছে। সোমবার দুপুরে (২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বর্নাঢ্য আয়োজনে আসাদুজ্জামান আসাদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি যুগান্তর ও এনটিভির প্রতিনিধি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি ইত্তেফাক ও একুশে টিভির প্রতিনিধি জিএম মনিরুল ইসিলাম মনি, সাবেক সভাপতি ও চ্যানেল আই’র প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আমাদের সময় ও মাছরাঙা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ বেতারের প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি ও সংকল্প নিউজের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক করতোয়া ও দৈনিক যশোরের সেলিম রেজা মুকুল, মোহনা টিভি ও সমাজের কথার প্রতিনিধি আবদুল জলিল, সংকল্প নিউজের ম্যানেজিং এডিটর ও দৈনিক কল্যাণের প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, সিটিজেন টাইমসের প্রতিনিধি ফারুক রহমান প্রমুখ।
উৎসবমুখর পরিবেশে এ সময় কেক কেটে, মিষ্টিমুখ করে সাংবাদিক আসাদুজ্জামান আসাদের ৪৩তম জন্মদিন পালিত হয়।