
আব্দুর রশিদ: বাংলাদেশ যাত্রা ফেডারেশন ঢাকা কেন্দ্রীয় কমিটির অনুমোদিত সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আব্দুল হান্নানের সার্বিক ব্যবস্থাপনায় ও দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সুবিধ কুমার কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক কমল কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা খাতুন খুকুমনি প্রমুখ। সভায় সংগঠনের সভাপতি মো. আব্দুল হান্নান সংগঠনকে আরো গতিশীল ও সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।