নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কর্মীর সন্তানকে শিক্ষিত জনসম্পদে রুপান্তরিত করতে তাঁদের মেধাবী সন্তানদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের অর্থায়নে ২০২৪ সাল থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা শুরু হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জানুয়ারী) বরিশাল জেলার উজিরপুর উপজেলার সৌদি প্রবাসী এনামুল হক মুন্সির মেধাবী সন্তান ডিগ্রি শিক্ষার্থী ইভা আক্তারকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়। মেধাবী ডিগ্রী শিক্ষার্থী ইভা আক্তারের কলেজের বেতন ও বই, ব্যাগ, খাতা, কলম শিক্ষা উপকরণ দেওয়া হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মেধাবী শিক্ষার্থী ইভা আক্তারের উজ্জ্বল ভবিষ্যত ও সাফল্য কামনা করছে।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ শিক্ষাবৃত্তি-২০২৫ইং প্রদান অনুষ্ঠানে উপস্থিত ও সার্বিক সহযোগিতায় ছিলেন গণধিকার পরিষদ, বরিশাল জেলার মানবধিকার সহ-সম্পাদক আব্দুর রহিম বাদশা, উজিরপুর উপজেলা শাখার সভাপতি মুহাইমিনুল ওয়াহিদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর খসরু তুহিন প্রমুখ।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান
পূর্ববর্তী পোস্ট