প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পার্টির নিজস্ব কার্যালয় খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর শাখার আহবায়ক আশরাফ সরদার, তালা উপজেলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নারী নেত্রী রওশন আরা, পূর্ণিমা রানী, রাশিদা বেগম, ফাহিমা খাতুনসহ আরো অনেকে। বক্তাগন বলেন, পাতানো নির্বাচনের পায়তারা বন্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। জনতার শাসন, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা এখন খুবই প্রয়োজন। এছাড়া বিদেশে অর্থ পাচারকারীদের গ্রেফতার ও সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নির্বাচনকালীন মন্ত্রিপরিষদ, উপদেষ্টা পরিষদ গড়ে তুলে সকল দলের সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান। মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদ যেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করেন এবং এই মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতির সাথে আলাপ করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানার নেতৃবৃন্দ।