
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বাকশিস জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে বাকশিস জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আরশাদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, হারুন উর রশিদ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ: গফফার, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অধ্যাপক মহিউদ্দীন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক নারায়ন চন্দ্র, প্রভাষক বাসুদেব সিংহ, প্রভাষক শফিউল ইসলাম, প্রভাষক নাজমুল, প্রভাষক হাবিব, প্রভাষক আমজাদ, প্রভাষক আশরাফ, প্রভাষক ভৈরব প্রমুখ।
সভায় ২২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষক সম্মেলন এবং শিক্ষা জাতীয়করণের বিষয়ে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।