স্পোর্টস ডেস্ক :
এপ্রিল-মেতে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাবে শ্রীলঙ্কার নারী দল। সবগুলো ম্যাচ হবে কলম্বোতে। পি. সারা ওভালে হবে ওয়ানডে এবং এসএসসি গ্রাউন্ডে হবে টি-টোয়েন্টির সব ম্যাচ।
২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত হবে ওয়ানডে সিরিজ এবং ম্যাচগুলো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ২৫ এপ্রিল বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পা রাখবে এবং দুই দিন পর এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টেবিলের সাত নম্বরে, শ্রীলঙ্কা নবম স্থানে।
ওয়ানডে সিরিজের পর শুরু হবে টি-টোয়েন্টি। ৯ মে প্রথম ম্যাচের দুই দিন আগে ৭ মে হবে একটি প্রস্তুতি ম্যাচ। সিরিজ শেষ হবে ১২ মে।
সূচি
প্রথম ওয়ানডে- ২৯ এপ্রিল
দ্বিতীয় ওয়ানডে- ২ মে
তৃতীয় ওয়ানডে- ৪ মে
প্রথম টি-টোয়েন্টি- ৯ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১১ মে
তৃতীয় টি-টোয়েন্টি- ১২ মে।