প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ
বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাত্র আট মাস বয়সেই রুহাব এই বিশেষ স্বীকৃতি পেয়েছে।
রুহাবের বাবা ইমরান রাব্বি এবং মা আয়শা আক্তার; ইমরান গ্রীনম্যান প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আয়শা, কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের এই উদ্যোগের মাধ্যমে শিশুর জীবনের শুরু থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
রুহাবের জন্ম ও ভবিষ্যৎ জীবনকে কার্বন-নিউট্রাল করতে তারা সাতক্ষীরায় ৫৮০টি গাছ রোপণ করেছেন, যা তার জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করবে। এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)-এর গ্রান্টজয়ী উদ্যোগ ঢাকা প্ল্যান্টারস থেকে স্বীকৃতি পেয়েছে, টেকসই উন্নয়নে অবদানের জন্য।
ইমরান রাব্বি বলেন, 'আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র । সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে সুন্দর মনের মানুষ হয় এবং প্রকৃতির সাথে বেড়ে ওঠে।'
রুহাব জন্ম গ্রহণ করে ১০ই ফেব্রুয়ারী ২০২৫, এবং তার জন্য আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি, নিম গাছ রোপণ
বৃক্ষ লাগানো হয়েছে সেপ্টেম্বর মাস জুড়ে।
রুহাবের মা আয়েশা আক্তার জানায়, আমাদের ছেলের জন্য গাছ লাগিয়েছি আমরা, কিন্তু তা সকল শিশুদের জন্য উপকারে আসবে। আপনি চাইলে আপনার পরিবারের নতুন সদস্য আসলে কিছু গাছ লাগিয়ে ফেলতে পারেন, যা তার ভবিষ্যৎ-কে সুন্দর করবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.