
ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক: জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদশ’র বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সদস্য ফসিহ উদ্দীন মাহতাব ঢাকা সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় ডুমুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করন প্রেসক্লাবের সভাপিত এসএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ৮৬ ব্যাজের সদস্য মো. এনামুল হক, এ কে এম গোলাম কবির ডিনার, মো. জিল্লুর রহমান, ইমাম হোসেন ও সংবর্ধিত অতিথির সহধর্মীনি আকিমুন নাহার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম আব্দুস সালাম, সাবেক সভাপতি এমএ এরশাদ, সদস্য মো. বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রশীদ প্রমুখ।