নিজস্ব প্রতিবেদক: তিনদিন ব্যাপী ৮ম তম তাফসিরুল কোরআন মাহফিল সাতক্ষীরা সদরের বাঁকাল সরদারপাড়া বিশিষ্ট সমাজ সেবক শওকত সাহেবের চাতাল সংলগ্ন শেষ দিনে রবিবার বাদ আছর হইতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি এর সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার মেয়র পদ প্রার্থী নাসিম ফারুক খান মিঠু। প্রধান অতিথি হিসাবে উপন্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা শেখ. রবি, বিশিষ্ট ব্যাবসায়ী মো: আব্দুস সামাদ, মো: জাকির হোসেন, মো: সিরাজুল ইসলাম পলাশ, মাদ্রাসা শিক্ষক মো: রমজান আলী, মো: হাসানুরøাহ, সাংবাদিক মো: ইমান আল প্রমুখ। তিন দিন ব্যাপি ৮ম তম তাফসিরুল কোরআন মাহফিল বাঁকাল সরদারপাড়া শেষের দিনে প্রাধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হযরত মাও: মো: নূও ইসরাম খড়িবিলা, দ্বিতীয় বক্তব্য রাখেন হযরত মাও: মাসুদ রেজা পুরাতন সাতক্ষীরা, তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা করেন ওয়ার্ড কাউন্সিলর পদ প্রাথী মো: কামরুজ্জামান কামু।
এছাড়া আরো অনেক ওরামায়ে কেরামগণ তাফসির পেষ করেন। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে দলে দলে যোগ দান করিয়া দো- জাহানের অশেষ নেকি হাসিল করুন। আয়োজনে বাঁকাল সরদারপাড়া মাহফিল এন্তেজামিয়া কমিটি উদ্দেশ্যে ছিল, মৃত ব্যাক্তির রুহের মাগফিরাত কামনা, করোনা ভাইরাস তেকে মুক্তি ও বালা মছিবাদ থেকে রক্ষা পাওয়ার জন দোয়া করা।
বাঁকাল সরদারপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট